৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১০:২০
প্রজন্মলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মুন্সিগঞ্জে র্যালী ও আলোচনা সভা
খবরটি শেয়ার করুন:

প্রজন্মলীগের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টায় মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিণার থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের সুপার মার্কেট এলাকা ঘুড়ে শহীদ মিণারে এসে শেষ হয়।

এর পর সন্ধ্যা সাড়ে ৬ টায় কেন্দ্রীয় শহীদ মিণারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে কেককেটে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সহ সম্পাদক হাজী ফয়সাল বিপ্লব।

মুন্সীগঞ্জ জেলা প্রজন্ম লীগের সভাপতি ফয়সাল সানির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী প্রজন্মলীগের সভাপতি মনির হোসেন মনা, কেন্দ্রীয় প্রজন্মলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম টুটুল, কেন্দ্রীয় প্রজন্মলীগের মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত আক্তার লতা প্রমুখ।

error: দুঃখিত!