২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:২৮
পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি
খবরটি শেয়ার করুন:

আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই মধ্যে শুরু হয়েছে মেয়র পদে প্রার্থী বাছাইয়ের কাজ। তবে দলটির জ্যেষ্ঠ নেতারা বলছেন, ভোটের মাঠে বিএনপিকে বেকায়দায় ফেলতেই তাড়াহুড়ো করে করা হয়েছে তফসিল ঘোষণা। কিন্তু এতে বিএনপির মতো বড় দলের প্রার্থী সংকট হবে না বলেও জানিয়েছেন তারা।

পৌর নির্বাচনের মাঠ আওয়ামী লীগকে ফাকা ছেড়ে দিচ্ছে না বিএনপি। সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থতার চাপে থাকলেও, ভেতরে ভেতরে ভোটের প্রস্তুতি নিচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। মেয়র প্রার্থী বাছাইয়ের কাজে হাত দিয়েছে কেন্দ্রও।

তবে, পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীদের হয়রানি করতেই সরকার আবার গণগ্রেপ্তার শুরু করেছে বলে অভিযোগ করছেন দলটির নেতারা।

এছাড়া নির্বাচন কমিশনের দ্রুত তফসিল ঘোষণার বিষয়টিকেও সন্দেহের চোখে দেখছেন দলটি। নির্বাচন নিরপেক্ষ শেষ পর্যন্ত জন রায় বিএনপি পক্ষে যাবে বলেও দাবি করছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

error: দুঃখিত!