২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:২০
পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো মুন্সিগঞ্জ জেলা পুলিশ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২১ ডিসেম্বর, ২০১৯, সুজন বেপারী (আমার বিক্রমপুর)

মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সদস্য বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মুন্সিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সদস্য এবং জেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মুন্সিগঞ্জ জেলা পুলিশ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যটর্নী জেনারেল এড. মাহবুবে আলম। মুখ্য আলোচক হিসেবে অংশ নেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)।

সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, (বার) ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো.মনিরুজ্জামান তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত আইজিপি হেডকোয়ার্টাস ঢাকা রেঞ্জ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর আলোচনা সভা শুরু হয়। আলোচনা পর্বে বীর মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, মতিউল ইসলাম হিরু, টংগিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু প্রমুখ।

সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম, অবঃপ্রাপ্ত ডিআইজি, অবঃ আইজিপি বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ কে এম এনায়েত উল্লাহ, মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সত্যরঞ্জন, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, শাহজাহান ঢালী, সোহরাব উদ্দিন, মোস্তফা হোসেন, আঃ মালেক, ডেঙ্গুর আলী।

শেষে বীর মুক্তিযোদ্ধাদের জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

error: দুঃখিত!