৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:০৮
পুলিশের ভালো কাজের প্রশংসা ও আলোচনা কম হয়- মুন্সিগঞ্জে ডিআইজি
খবরটি শেয়ার করুন:

পুলিশের ঢাকা অঞ্চলের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, দেশের স্বাধীনতা যুদ্ধে পুলিশ সর্বপ্রথম অস্ত্র হাতে যুদ্ধে লিপ্ত হয়েছিল। স্বাধীনতার পর থেকে পুলিশ অনেক ভালো কাজ করেছে। কিন্তু সেইসব ভালো কাজের প্রশংসা বা আলোচনা হয় কম। পুলিশের কেউ কোন খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়লে সেটার সমালোচনা হয় বেশি।

তিনি আজ শনিবার বিকেল ৩ টায় মুন্সিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে বার্ষিক পুলিশ সমাবেশ এবং ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডিআইজি বলেন, দেশের রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামাসহ বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশ নিজের জীবন পর্যন্ত দিয়েছে।

তিনি জঙ্গী তৎপরতাসহ আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে পুলিশকে সহযোগিতার জন্য আহ্বান জানান।

এর আগে এই অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।

জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, সাবেক এস পি মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, সরকারী হরগঙ্গা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী ও সুখেন চন্দ্র ব্যানার্জী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু প্রমুখ।

এর আগে পুলিশ সদস্য ও তাদের পরিবারের মধ্যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন ডিআইজি।

এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

error: দুঃখিত!