শীতে নতুন নতুন সোয়েটার, শাল সবাই চায়। কিন্তু সবসময় কি আর নতুন নতুন সোয়েটার কেনা সম্ভব হয়? বাজেট, সময় অনেক কারণেই প্রতি বছর নতুন সোয়েটার কেনা সম্ভব হয় না। যদি পুরাতন উলের সোয়েটারকে নতুন ডিজাইন করে তৈরি করা যায়, তবে কেমন হয়? দারুন না? খুব সহজ অল্প কিছু উপাদান দিয়ে নতুনের মতো করে ফেলা যায় সোয়েটার।
যা যা লাগবে
- লাল উলের সোয়েটার(অন্য যেকোন রঙের নিতে পারেন)
- ফিতা (সোয়েটারের রঙের সাথে মিলিয়ে)
- চুমকি বা আরটিফিসিয়াল বল
- আইকা বা ফেবরিক গ্লু
যেভাবে তৈরি করবেন
১। প্রথমে ফিতাটি সোয়েটারের কলারের কাছে ফাঁকে ঢুকিয়ে নিন। আপনার পছন্দমত ফিতা ব্যবহার করতে পারেন। ফিতার শেষের অংশটুকু আইকা বা ফেবরিক গ্লু দিয়ে মুখ বন্ধ করে দিন।
২। আপনি চাইলে এভাবেও সোয়েটার পরতে পারেন।
৩। এবার এবার ফিতার নিচে বল বা চুমকি দিয়ে আপনার পছন্দমত ডিজাইন করে লাগিয়ে নিন।
৪। সারা রাত এইভাবে রেখে দিন আইকা শুকানোর জন্য।
৫। ব্যস তৈরি হয়ে গেলে নতুন ডিজাইনের সোয়েটার।