জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, বাংলাদেশের বিস্ময়কর অগ্রযাত্রা এখন পৃথিবীতে মডেল। এই ধারাকে আরও এগিয়ে নিতে শিক্ষার গুনগত মান উন্নয়ন এবং যোগ্য নাগরিক গড়ে তুলতে সরকার কাজ করেছে। তাই পুথিগত বিদ্যার পাশাপাশি সৃজনশীল কর্মকান্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখতে হবে।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসারে ব্রাম্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবীণ বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।
বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, কনকসার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিদ্যালয়টির দাতা সদস্য আনোয়ার হোসেন চাঁন মিয়া, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. শাহীন মৃধা বিদ্যালয়টির প্রধান শিক্ষক এমএ রহিম এবং জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফাজ্জল হোসেন তপন প্রমুখ।