২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:৪৯
পালিয়ে রেহাই পেলেন না বহিস্কৃত যুবদল নেতা তরিকুল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেয়া আসামি, বহিস্কৃত যুবদল নেতা তরিকুল ইসলামকে (৪০) অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসা থেকে তরিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হবে।

প্রসঙ্গত: গতকাল শুক্রবার রাত দশটার দিকে ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ স্লোগান দিয়ে শ্রীনগর থানা পুলিশের হেফাজতে থাকা মারামারি মামলার প্রধান আসামি তরিকুলকে ছিনিয়ে নেয় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় আজ দুপুরে শ্রীনগর থানায় বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ।

শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে বহিস্কারের তথ্য জানানো হয়।

error: দুঃখিত!