৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:৫৬
পদ্মা সেতু পরিদর্শনে মুন্সিগঞ্জে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
খবরটি শেয়ার করুন:

ড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর মূল কাজ বিজয়ের মাসে উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী। প্রধান মন্ত্রী প্রতিদিন পদ্মাসেতু নির্মাণ কাজের মনিটরিং করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন হবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে পদ্মাসেতুর শতকরা ২৬ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় সেতু প্রকল্প এলাকার পরিদর্শন ও সেতু কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সেতু বিভাগের নিবার্হী প্রকৌশলী তোফাজ্জল হোসেনসহ সেতু বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

error: দুঃখিত!