১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৪:৩২
Search
Close this search box.
Search
Close this search box.
পদ্মা সেতুতে ৮ ঘন্টায় উঠেছে প্রায় দুই কোটি টাকা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পদ্মা সেতুতে ৮ ঘন্টায় পৌনে দুই কোটি টাকার টোল আদায় হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেতুর দুই প্রান্ত মিলিয়ে মোট টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪৫০ টাকা। এসময় শুধু মাওয়া প্রান্তে টোল আদায় হয় ১ কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, মাওয়া প্রান্তে ৭টি বুথ দিয়ে টোল আদায় করা হয়। আট ঘন্টায় এখান দিয়ে ১৩ হাজার ৮৮৬ টি যানবাহন পার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ৫ হাজার ৮৬১টি।

অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ৪ হাজার ৮৪৭টি যানবাহন পার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ৩১৩টি।

তিনি জানান, সকালে টোলপ্লাজায় যানবাহনের কিছুটা চাপ থাকলেও পরে সবাই নির্বিঘ্নে সেতু পার হতে পেরেছেন।

error: দুঃখিত!