মুন্সিগঞ্জ, ১৪ জানুয়ারি, ২০২২, রুবেল ইসলাম তাহমিদ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীর ভাগ্যকুল এলাকায় ৩০ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে।
আজ শুক্রবার (১৪ জানুয়ারি) ভোর রাতের দিকে সোহেল কাজি নামের এক জেলের জালে মাছটি আটকা পড়ে। জেলে সোহেল কাজি ফরিদপুর সেবা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য।
তিনি জানান, এই মৌসুমে এবারই প্রথম নদী থেকে এত বড় কাতলা মাছ আমাদের জালে ধরা পড়েছে। মাছটি মাওয়া মৎস আড়তের ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মোকলেসুর রহমান শেখ ৪৫ হাজার ৫শ টাকায় কিনে নেন।
ভোররাত চারটার দিকে মাছটি তুলে ফেরি ঘাট সংলগ্ন মাওয়া মৎস আড়তের যান তিনি। মাছটির ওজন ৩০কেজি। নদীতে বড় কাতলা মাছ ধরা পড়ার খবর পেয়ে ছুটে আসেন কয়েকজন ব্যাপারী। পরে তিনি মোকলেছুর নামের এক মৎস্য আড়তদারের কাছে ১ হাজার ৫শ টাকা কেজি দরে ৩০ হাজার ৫শ টাকায় মাছটি বিক্রি করেন ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, পদ্মায় মাঝেমধ্যে বড় ধরনের মাছ পাওয়া যায়। তবে ৩০ কেজি ওজনের কাতলা মাছ খুব বেশি ধরা পড়ে না। এ মৌসুমে গভীর পানি থেকে অল্প পানিতে ডিম ছাড়ার জন্যই মাছগুলো আসে, এসময় আসা যাওয়ার সময়ে ধরা পড়ে জেলের জালে। এটি অবশ্যই ভালো খবর।