বৈরি আবহাওয়ায় উত্তাল পদ্মায় প্রচন্ড ¯্রােতের কারনে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া প্রান্তের তিন নম্বর রো রো ফেরিঘাটের এপ্রোচ সড়ক ভেঙ্গে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পদ্মার আকস্মিক ভাঙ্গনে এপ্রোচ সড়ক ভেঙ্গে যায়। এর ফলে বর্তমানে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বর্তমানে শিমুলিয়া প্রান্তের এক ও দুই নম্বও ফেরি ঘাট দিয়ে ফ্লাট ফেরি ও কে-টাইপ ফেরি দিয়ে নৌরুটে চালু রাখা হয়েছে। তবে বৈরি আবহাওয়ায় পদ্মায় বাতাসের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় প্রচন্ড ¯্রােতের কারনে চালু থাকা দুইটি ঘাট দিয়েও ফেরি চলাচল মারাত্বক ভাবে বিঘিœত হচ্ছে।
এর ফলে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় প্রায় ৫ শতাধিক যানবাহন আটকা পড়ে আছে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, বৃহস্পতিবার সকালে পদ্মার আকস্মিক ভাঙ্গনে নৌরুটের শিমুলিয়া প্রান্তের তিন নম্বর রো রো ফেরিঘাটের এপ্রোচ সড়ক ভেঙ্গে গেছে। এরপর থেকে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে।
তিনি জানান, রো রো ফেরি ঘাট বন্ধ হয়ে পড়লেও শিমুলিয়া প্রান্তের এক ও দুই নম্বর ঘাট দিয়ে ফ্লাট ফেরি ও কে-টাইপ ফেরি চলাচলের মধ্য দিয়ে নৌরুট চালু রাখা হয়েছে। কিন্তু বৈরি আবহাওয়ায় পদ্মায় বাতাসের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় প্রচন্ড ¯্রােতের কারনে ফেরি চলাচল মারাত্বক ভাবে বিঘিœত হচ্ছে।
তিনি আরও জানান, পদ্মার আকস্মিক ভাঙ্গনে তিন নম্বর ঘাটের এপ্রোচ সড়ক ভেঙ্গে রো রো ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় আবারও চালু করতে এপ্রোচ সড়ক মেরামতের কাজ শুরু করা হয়েছে।