২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:৩৯
পঞ্চসারে অভিযানে ২২০ কোটি টাকার কারেন্ট জাল আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ মার্চ, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারের বিনোদপুর, মালিরপাথর, ফিরিঙ্গীবাজারের বিভিন্ন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৭ কোটি ৩০ লক্ষ ৯৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

নৌ পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম পিপিএম বার বিপিএম বার এর নেতৃত্বে নৌ-পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহনে শনিবার সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট ৭ কোটি ৩০ লক্ষ ৯৪ হাজার মিটার কারেন্ট জাল, সুতার ববিন ৯৮ হাজার ও লোহার ২১ টি রোল জব্দ করা হয়।

এর মধ্যে ৬০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল নিয়মিত মামলা রুজু করার জন্য জব্দ তালিকায় রাখা হয়।

অভিযান শেষে জব্দকৃত বাকি মালামাল মিরকাদিম নৌ পুলিশ ফাড়িঁ মাঠে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসব মামলামালের আনুমানিক মূল্য ২২০ কোটি ৩৮ লক্ষ টাকা।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এডমিন) শফিকুল ইসলাম, পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) হারুন-অর-রশিদ, পুলিশ সুপার (ঢাকা অঞ্চল) মো. ফরিদুল ইসলাম, পুলিশ সুপার (ঢাকা অঞ্চল) হুমায়ূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, সিনিয়র এএসপি আবুল কালাম আজাদ, সিনিয়র এএসপি হেলালউদ্দিন আহাম্মেদ, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, ইন্সপেক্টর মো. কবীর হোসেন খান, মুক্তাপুর নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ শাহ নেওয়াজ উদ্দিন প্রমুখ।

error: দুঃখিত!