২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:৩৩
নেচে-গেয়ে আনন্দ করে বিনোদপুর স্কুলের ১০০ বৎসর উদযাপন
খবরটি শেয়ার করুন:

জসীম উদ্দীন দেওয়ানঃ গৌরব ও সাফল্যের শততম বর্ষের প্রানের উৎসবে মিলিত হয়েছে মুন্সিগঞ্জ সদরের বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

শতাব্দির উৎসবে একশ পাউন্ডের কেক কেটে উৎসব শুরু করা হয়। এরপর বিদ্যালয়টিতে পড়ুয়া হাজারো শিশু-কিশোরদের উপস্থিতিতে বের হয় এক আনন্দ র‍্যালি।

র‍্যালিতে চলে উৎসবের বাধ ভাঙ্গা আনন্দ।

বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হওয়া র‍্যালি রিকাবীবাজারের বুক চিড়ে মিরকাদিম পৌরসভার সড়ক হয়ে ফিরে আসে নিজ বিদ্যালয়ে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলমগীর খান, প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন আহমেদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. মনিরুজ্জামান শরীফ, মিয়া মাহবুব আলম, মো. নাজির হোসেন, মামুন মিয়া, হাজী নুরুজ্জামান ঢালী, সাবিনা ইয়াসমিন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি জসীম উদ্দীন দেওয়ান, প্রাক্তন ছাত্র মুন্সিগঞ্জের প্রথম অনলাইন পত্রিকা ‘মুন্সিগঞ্জ ডট কম’ এর প্রতিষ্ঠাতা তৈয়ব আহমেদ শেখ, চিত্রশিল্পী তাহের মাহমুদ প্রমুখ।

১৯১৯ সালের ৩ জানুযারী  রামকুমারের সুযোগ্য সন্তান সানন্দপাল প্রতিষ্ঠা করেছিলেন বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়। বর্তমানে ফলাফলের দিক দিয়ে মুন্সিগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়।

error: দুঃখিত!