২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:৩১
নিষিদ্ধ সময়ে ইলিশ কিনতে গিয়ে মুন্সিগঞ্জের ২৬ জন জেলে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৬ অক্টোবর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ কেনায় ২৬ জনকে ৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ১ হাজার কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোড় ৪ টার দিকে অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে পৃথক ২ টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই দন্ডাদেশ দেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিনা আক্তার।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পুড়াপাড়া গ্রামের শুভ বেপারী, আকাশ সেখ, মো: দুলাল, সাব্বির বেপারী দোরাবর্তি গ্রামের শাহিন, আব্দুল হাই, মকবুল ঢালী, তোফাজ্জল হোসেন, মঙ্গল বিশ্বাস রাউৎভোগ গ্রামের শাহিন, শান্ত, শাহিদ পুড়াপাড়া গ্রামের ফাহিম, নগরকান্দি গ্রামের শরীফ, সেলিম , কুড়মিড়া গ্রামের কাদির হালদার, নয়াগাও গ্রামের জাহিদুল ইসলাম, আদাবাড়ি গ্রামের মোবারক, নগরকান্দি গ্রামের ফয়সাল, হাসকিড়া গ্রামের নিরু, ধীপুর গ্রামের সেলিম, লৌহজং উপজেলার ডহুরী গ্রামের তাজেল বেপারী, শাকিল, সিলেট জেলার ধর্মপাশা উপজেলার টাইগাওঁ গ্রামের বাবুল, সারারকোনা গ্রামের রোজেল মিয়া প্রমূখ।

এর আগে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার এর নেতৃত্বে কোষ্টগার্ড ও টংগিবাড়ী উপজেলা মৎস্য বিভাগ উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পারিষদের সামনের প্রধান সড়ক থেকে ৩শত কেজি ইলিশ মাছসহ ৫ জনকে এবং হাসাইলের পদ্মা নদী হতে ৭০০ কেজি ইলিশ মাছসহ ২১ জনকে আটক করে।

পরে মাছগুলো উপজেলার ১১ টি মাদ্রাসা ও ১টি মন্দির ও টংগিবাড়ী হাসপাতালে দুস্থ রোগী এবং উপস্থিত দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এ ব্যাপারে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, পৃথক ২ টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২৬ জনকে ইলিশ মাছ কেনার দায়ে ৫ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে।

error: দুঃখিত!