১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:০৯
নারী নির্যাতনের প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:
10

মুন্সিগঞ্জ, ১০ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দেশব্যাপী নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে ঘন্টা ব্যাপী মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে মুন্সিগঞ্জের ৬ উপজেলার স্বেচ্ছাসেবী ও সাধারন শিক্ষার্থীবৃন্দ এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুন্সিগঞ্জ বিক্রমপুর ছাত্র কল্যান সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ইদ্রাকপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় বাস সমিতি, বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্র কল্যান পরিযদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রজতরেখা পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জ বিক্রমপুর ছাত্র সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জ মেডিকেল ও ডেন্টাল সোসাইটি এর প্রতিনিধিরা একাত্ততা পোষণ করে অংশ নেন।

মানববন্ধনে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব সরকারী হরগঙ্গা কলেজ সংগঠনের আহব্বায়ক আবিদা সুলতানা বলেন, আমরা ধর্ষণ মামলার দ্রত বিচার কার্য সম্পাদনের সাথে সাথে ধর্ষকের সবোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবী করছি।

সেই সাথে দেশ জুড়ে এই বর্বরতা কেনো এত বৃদ্ধি পেলো এর যথাযথ কারন বের করে ধর্ষণ প্রতিরোধে ৯ দফা দাবী পেশ করেন বক্তারা।

পরে প্রতিবাদ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা শিল্পকলার সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট এলাকার মুক্তিযুদ্ধ ভাস্কর্য’র সামনে এসে শেষ হয়।