মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নারায়ণগঞ্জের মদনগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে মুন্সিগঞ্জগামী লঞ্চডুবির ঘটনায় আরও ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
রাত ১১ টা’র দিকে উদ্ধারকারী ডুবুরি দল এ তথ্য জানান। তারা জানান, এদের মধ্যে দুেইজন হিন্দু ধর্মালম্বী ও বাকি দুইজন বোরকা পরা ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এর আগে সন্ধ্যায় আরেক নারীর লাশ উদ্ধার করা হয়েছিলো। এ নিয়ে এ ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার করা হলো।
আজ রোববার ( ৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এসকে-৩ নামে বড় আকৃতির একটি কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নৌ বাহিনীর কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার কাজ চালাচ্ছে। ঘটনাস্থল থেকে জানা গেছে, এ ঘটনায় ২৯ জনের সন্ধান পাওয়া গেছে। আরও কতজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।