মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে ক্রোনী গ্রুপের দুই পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন৷ তারা ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছেন।
আজ সোমবার দুপুর ১টার দিকে কয়েক শ শ্রমিককে রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে৷
সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, কয়েকজন শ্রমিক বিসিক শিল্পাঞ্চলের ভেতর কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে৷
বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘নারায়ণগঞ্জ বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানা আছে। শ্রমিক অসন্তোষের মুখে অধিকাংশ কারখানা লাঞ্চের আগেই ছুটি দিয়ে দিয়েছে৷’
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে পোশাক কারখানা ‘আর-ফোর’র এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, ‘‘মাদের লাঞ্চ হয় সাড়ে ১২টায়৷ কয়েকটি কারখানায় ভাঙচুর করায় ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷’
সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা বিসিক শিল্পাঞ্চলে শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।
গত ডিসেম্বর থেকে ক্রোনী গ্রুপের কারখানা দুটিতে বেতন পরিশোধ নিয়ে অসন্তোষ চলছে৷ গত এপ্রিলে বকেয়া বেতনের দাবিতে ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স শ্রমিকরা বিক্ষোভ করেন৷ সেসময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হন৷