টেলিভিশন থেকে সিনেমায় পাড়ি দিয়েছেন অসংখ্য মডেল অভিনেত্রী। সবার ভাগ্যে শিকে ছেড়েনি। তবুও নিজেদের নামের আগে ‘নায়িকা’ তকমাটি লাগাতে পেরেছেন অনেকেই।
তবে এরকম ভাগ্য থেকেও বঞ্চিত হয়েছেন কেউ কেউ। ফেসবুকে বিপুলসংখ্যক ফলোয়ার থাকলেও ডাক পাচ্ছেন না সিনেমা থেকে। ছোট পর্দায় চুটিয়ে কাজ করলেও নির্মাতারা রুপালি পর্দার জন্য তাদেরকে উপযোগী মনে করছেন না।
নওশীন, মেহজাবিন ও অ্যানি- এই তিন তারকা এরকমই ভাগ্যবিড়ম্বিত। ক্যারিয়ারের সুসময়ে তারা সিনেমায় যাত্রা শুরু করেছিলেন। কিন্তু তাদের যাত্রা শুভ হয়নি। মাঝপথে থমকে গেছে ছবির কাজ।
নওশীন শুরু করেছিলেন ‘হ্যালো অমিত’ ছবির কাজ। ডিজিটাল জামানার প্রথম দিককার ছবির কাজ। আজো ছবিটি রিলিজ হয়নি। মেহজাবিন কাজ শুরু করেছিলেন ‘পরবাসিনী’র। স্বপন আহমেদ পরিচালিত ছবিটি থেকে মাঝপথে বাদ হয়ে যান মেহজাবিন। একই সাথে ছবিটি থেকে বাদ পড়েন নায়ক নিরব। অ্যানি ‘ভালোবাসার রঙধনু’ ছবিটিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচিত হয়েছিলেন। কিন্তু চার বছর ধরে ছবিটির কাজ চলছে। কবে মুক্তি পাবে তা কেউ জানে না।
এই তিন নায়িকা সময়মতো সিনেমা হলে এলে কিছুটা হলেও আলোচনা তৈরি করতে পারতেন। দাঁড়াতে পারতেন নিজেরাও। কিন্তু তা আর হলো না।