২১ জুলাই, ২০২০, (আমার বিক্রমপুর)
নাইজেরিয়ার কাদুনা প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় ১৮ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্মকর্তারা সোমবার এ কথা জানান।
তারা জানান, রবিবার দিনের শেষ দিকে কাউরা জেলায় দাজি গ্রামে মোটর সাইকেলে করে আসা বন্দুকধারীরা আকস্মিকভাবে ঢুকে পড়ে অতিথিদের ওপর হামলা চালায়।
জেলার প্রশাসনিক প্রধান বিগি কাতুকা আইয়ুবা এএফপিকে বলেন, “বন্দুকধারীরা বিয়ের অনুষ্ঠানের ১৮ জনকে হত্যা করেছে, হামলায় অপর ৩০ জন আহত হয়েছে। হতাহতদের বেশীরভাগই তরুণ।
তিনি বলেন, ঘটনাস্থলেই ১৫ জন মারা যায়, অপর ৩ জন হাসপাতালে মারা গেছে। এই হামলায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে এই এলাকায় জাতিগত মুসলিম ফুলানি ও খৃষ্টান নৃগোষ্ঠীর কৃষকদের মধ্যে বিরোধ রয়েছে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তবে কতজন মারা গেছে তা জানায়নি।
মোহাম্মদ জালিনজি বলেন,“হামলায় প্রাণহানির খবর পাওয়া গেছে তবে কতজনের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।”