১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৫:১১
নদীর পাড়ে মিললো সরকারি শটগানের কার্তুজ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের উত্তর পাশে নদীর পাড়ে অভিযান পরিচালনা করে থানায় ব্যবহৃত শটগানের ৭টি লিডবল কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দুপুরে ডিবির উপপরিদর্শক মো. ইয়াসিন আহমেদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।

বলা হয়, নদীর পাড়ে পরিত্যক্ত ঘাটলার ডান পাশে ১ টি হলুদ রংয়ের শপিং ব্যাগের ভিতরে রক্ষিত শটগানের ৭টি টি লিডবল কার্তুজ, যার মধ্যে পাঁচটি কার্তুজ সবুজ রংয়ের, ১ টি লাল রংয়ের এবং ১ টি নীল রংয়ের লিডবল কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অভিযুক্তদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে৷