২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | ভোর ৫:২১
ধলাগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
খবরটি শেয়ার করুন:

সদর উপজেলার ধলাগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ভূস্মিভূত হয়েছে।

ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা।

গভীররাতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। ঘুমন্ত লোকজন ছুটে আসে আগুন নেভাতে। পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার ভোর ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মন্টু বিশ্বাস জানান, ব্যাটারী চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত। ব্যাপারী চার্জে বসিয়ে চলে যাওয়া পর অতিরিক্ত চার্জ হয়ে আগুন লেগে যায়।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ৩টায় আগুন লাগে। এতে রক্ষা পায় বিশাল বাজারটি। পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, মুদি, স্টেশনারী, সার-বীজ, খৈল ভূসি, ও ব্যাটারী চার্জের দোকান।

error: দুঃখিত!