২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:০৪
দেশের বর্তমান অবস্থা খুব ভয়ানক: অলি আহমেদ
খবরটি শেয়ার করুন:

দেশে এখন গণতন্ত্র বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ।

স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অলি আহমেদ বলেন, ‘লাঠি-বন্দুক দিয়ে দেশ পরিচালনা করায় গণতন্ত্রের কোনো দাম নেই। ভোটেরও কোনো দাম নেই। এখন জোর যার মুল্লুক তার।’

দেশের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের বর্তমান অবস্থা খুব ভয়ানক। যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সে আদর্শ আজ ভুলুন্ঠিত।’

তিনি অভিযোগ করেন, ‘দেশের সর্বত্র এখন দুর্নীতি ও অরাজকতা চলছে। গরীব মানুষের জায়গা-জমি দখল হয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় ব্যাংকে ডাকাতি চলছে। সে ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।’

সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ২২ জনের প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ অলি আহমেদ বলেন, ‘আগামীতে ট্রাইব্যুনাল গঠন করে প্রধান নির্বাচন কমিশনারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

error: দুঃখিত!