জাজিরা প্রান্তে পদ্মা সেতুর মধ্যবর্তী স্থানে ২০ ও ২১ নং পিলারে স্থাপন করা হয়েছে ১২তম স্প্যান। সোমবার দুপুরে তিন হাজার ১৪০ টন ওজনের এই স্প্যানটি বসানোর পর দৃশ্যমান হল সেতুর ১৮০০ মিটার।
ধূসর রংয়ের এই স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এটি স্থাপনের মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল কাক্সিক্ষত পদ্মা সেতুর বাস্তবায়ন আরও এক ধাপ এগিয়ে গেল। এর আগে ২৩ এপ্রিল সেতুর মাওয়া প্রান্তে ১১তম স্প্যান বসানো হয়। এ পর্যন্ত সেতুর জাজিরা প্রান্তে নয়টি, মাওয়া প্রান্তে দুটি ও নদীর মাঝে একটি স্প্যান স্থাপন করা হয়েছে।
সূত্র জানায়, ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সেতুতে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। প্রতিমাসেই স্প্যান বসানোর কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর। দোতলা এ সেতুর নিচতলায় চলবে ট্রেন। স্থাপিত স্প্যানগুলোয় রেলের স্লাব বসানোর কাজ চলছে। জাজিরা প্রান্তের স্প্যানগুলোতে ১২৮টি স্লাব বসানো হয়েছে। পুরো সেতুতে দুই হাজার ৯৫৯টি স্লাব বসানো হবে।
সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ৬৫ ভাগ কাজ ও সেতুর প্রায় ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। চলতি বছর সব ক’টি স্প্যান বসানোর কাজ শেষ হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানো হয়।