৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:২৩
‘দুনিয়া কাঁপানো প্রেমে’ কন্ঠ দেবেন পড়শী
খবরটি শেয়ার করুন:

গেল বছর ১৫ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল নজরুল ইসলাম খানের পরিচালনায় ‘দুনিয়া কাঁপানো প্রেম’ ছবির শুটিং।

এতে অভিনয়ের কথা ছিল বাপ্পি চৌধুরী ও পরীমনির। কিন্তু বিভিন্ন জটিলতায় এখনো এর শুটিং শুরু করতে পারেননি পরিচালক।
আগামী মার্চে আবারো ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ছবিটির একটি গান রেকর্ডিং হবে। আলী আকরাম শুভর সঙ্গীতায়োজনে রোমান্টিক এই গানে কন্ঠ দেবেন পড়শী।

নজরুল ইসলাম খান বলেন, ‘গত বছরই ছবিটির শুটিং শুরু করতাম। কিন্তু ‘রানা প্লাজা’ ছবিটি নিয়ে ২০১৫ সাল আমার কিভাবে কেটেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই অন্য কোনো ছবির কাজ শুরু করতে পারিনি। এবার একসাথে দুইটি ছবির কাজ শুরু করতে যাচ্ছি। ‘দুনিয়া কাঁপানো প্রেম’ ছবির একটি গানের রেকর্ডিং করবো কয়েকদিনের মধ্যে। গানটিতে কন্ঠ দেবেন পড়শী।’

ছবিটিতে মোট ছয়টি গান থাকবে। বাকি গুনগুলোর রেকর্ডিং শুটিংয়ের মাঝে হবে। সবগুলো গানের সঙ্গীতায়োজন আলী আকরাম শুভ করলেও বাকি গানগুলোতে কন্ঠ দেবেন কারা সেটা এখনো ঠিক হয়নি।

error: দুঃখিত!