২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:২৭
দুই মেয়েকে বিক্রির সন্দেহে রিমান্ডে বাবা
খবরটি শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই কন্যাশিশুকে বিক্রি করার অভিযোগে এলাকাবাসী বুধবার মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে।

মনির হোসেন উপজেলার কান্দাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার ছেলে।

কান্দাপাড়া গ্রামের মনির হোসেনকে (৩২) বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। তার দুই মেয়ে মারিয়া আক্তার (৬) ও সামিয়া আক্তার (৪) ১৫ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে।

শিশুদের মা রত্না আক্তার বলেন, গত ১৫ জানুয়ারি মনির হোসেন দুই মেয়েকে নিয়ে ভৈরবে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে ২০ জানুয়ারি তাকে নবীনগর উপজেলার বীরগাঁও থেকে এলাকাবাসী আটক করলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। বিদেশ যাওয়ার টাকা যোগাড়ের জন্য মনির আমার দুই মেয়েকে বেচে ফেলেছে বলে এলাকার মানুষ বলাবলি করছে।

অপরদিকে মনির হোসেনের দাবি, তিনি দুই মেয়েকে নিয়ে মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সেতুতে বেড়াতে যান। সে সময় পার্শ্ববর্তী নাথপাড়া গ্রামের বন্ধু রতন (৩২) তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে দুই মেয়েকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় রত্না আক্তার বুধবার রাতে রতন ও মনিরকে সন্দেহজনক আসামি করে মামলা করেন।

error: দুঃখিত!