দীর্ঘ ১১ ঘন্টা পরে শিমুলীয়-কাওরাকান্দি নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে। তবে বন্ধ রয়েছে লঞ্চ,সীবোর্ড ও ট্রলার সহ ছোট বড় সব ধরনের নৌযান। গতকাল রবিবার রাত ৮ টার দিকে বৈরি আবহাওয়ার কারনে দূর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয় শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটের ফেরি সার্ভিস। এতে করে চরম দূভোর্গে পরতে হয়েছে এরুটে চলাচলরত যাত্রীদের। দীর্ঘ সময় ফেরি সার্ভিস বন্ধ থাকায় দুপারে আটকা পরেছে ছোট বড় প্রায় ৬ শতাধিক যানবাহন। আজ সোমবার সকাল ৭ টার দিকে ফেরি সার্ভিস চালু হলেও এখনো বন্ধ রয়েছে লঞ্চ,সীবোর্ড ও ট্রলারসহ অন্যন্যান ছোট বড় সব ধরনের নৌযান।
দীর্ঘ ১১ ঘন্টা ফেরি সার্ভিস বন্ধ থাকার বিষয়টি স্বীকার কারে শিমুলিয়াস্থ বিআই ডবিøউটিসির সহকারী ব্যবস্থাপক জসিম শিকদার জানান, বৈরি আবহাওয়ার কারনে উত্তাল হয়ে উঠেছে পদ্মানদী তাই যে কোন ধরনের দূর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছিলো ফেরি সার্ভিস । আজ সকাল ৭ টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে আটকে পরা যানবাহন পারাপার শুরু করা হয়েছে।