মুন্সিগঞ্জ, ৩০ ডিসেম্বর, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি দোকান ঘর ভস্মীভূত হয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক নওশাদ বেপারী জানান, বেলা ১১টার দিকে আমি দোকানের সামনে কাজ করছিলাম, আমার দু’জন কর্মচারী পিছনে তুলা ধোলাই করছিলো। এমন অবস্থায় হঠাৎ দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। আমি চিৎকার করলে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে আসে, পাশে থাকা পুকুর থেকে পানি ঠেলে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আমার দোকান ঘর, দোকানের লেপতোশক, গোডাউনে থাকা তুলা পুরে ছাঁই হয়ে যায়। এতে আমার প্রায় ৮লাখ টাকার ক্ষতি হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দলপতি আনিসুল হক জানান, দিঘীরপাড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরে আমরা দ্রত রওনা হই। ঘটনাস্থলে আমরা পৌছানোর আগেই স্থানীয় লোকজন ও বাজার ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে।