২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৪:১৭
তনু হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
খবরটি শেয়ার করুন:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু’র হত্যাকারীদের বিচারের দাবিতে এবার ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। অবরোধের কারণে রাস্তার দুই দিকে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। এ সময় সেনাবাহিনীর কয়েকটি গাড়ি অবরোধের মধ্যে ছিল বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সামসুজ্জামান জানান, অবরোধের খবর শুনে ওসি স্যারসহ আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। পরবর্তীতে হত্যাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

হত্যাকাণ্ডের ঘটনার কয়েকদিন পাড় হলেও এখনোও কেউ আটক না হওয়ায় হতাশ প্রকাশ করে শিক্ষাথীরা বলেন, তনু হত্যাকারীদেরকে ফাঁসিতে না ঝুলিয়ে আমরা রাজপথ ছাড়ব না।

ভিক্টোরিয়া কলেজের এক ছাত্রী বলেন, সেনাবাহিনীর এলাকায় কঠোর নিরাপত্তার বেষ্টনীতে যখন আমার বান্ধবীকে নির্মমভাবে হত্যা করতে পারে তখন আমাদের মত সাধারণ তরুণীদের নিরাপত্তা কে দিবে? আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি, কাঙ্খিত বিচার না পেলে কর্মসূচি আরও কঠোর আকার ধারণ করবে।

জানা যায়, তনু হত্যাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টায় কুমিল্লা পূবালী চত্বরে বিক্ষোভ মিছিল  এবং জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, দাবি পূরণ না হলে রেলপথ, মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণাও আসবে।

এ দিকে তনু হত্যাকারীদের বিচারে দাবিতে সামাজিক যোগযোগ মাধ্যমে  চলছে সমলোচনার ঝড়। তনুকে নিয়ে নানা বিদ্রোহী কবিতা, গান, প্রতিবাদী বক্তব্য তুলে ধরছে সর্বস্তরের মানুষ।

উল্লেখ্য, গত রোববার রাতে কুমিল্লা সেনানিবাসের অলিপুর কালো ট্যাংকি নামক স্থানে তনু’র লাশ পাওয়া যায়। মেডিকেল রিপোর্টে জানা যায়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

error: দুঃখিত!