৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:২১
তনু হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন সাংসদ মৃণাল
খবরটি শেয়ার করুন:

শিহাব অাহমেদঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার সাধারণ মানুষের মত তিনিও কামনা করেন বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ-০৩ অাসনের অাওয়ামীলীগের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস।

তিনি একাধারে কেন্দ্রীয় অাওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ অাওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্য্যালয়ের মুখপাত্র।

এই প্রথম অাওয়ামীলীগের কোন সংসদ সদস্য অথবা কেন্দ্রীয় অাওয়ামীলীগের কোন প্রভাবশালী নেতা প্রকাশ্যে তনু হত্যাকান্ডের বিচার দাবি করলেন।

০২ এপ্রিল শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ চারুকলা সংস্থার ৪০বছর পূর্তি উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অায়োজিত ৫দিন ব্যাপী অালোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুনিজন সম্মাননা অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

এডভোকেট মৃণাল কান্তি দাস এসময় বলেন, ধর্ষনের পরে নির্মমভাবে হত্যাকান্ডের স্বীকার সোহাগী জাহান তনু হত্যাকান্ডের দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হবে। এর সাথে সংশ্লিষ্টরা যতই শক্তিশালী হোক এর বিচার সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করাই হবে সরকারের চ্যালেঞ্জ। ন্যায়বিচারের সংস্কৃতি সমুন্নত রাখতে সরকার জনগণের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।

মৃণাল কান্তি দাস তার দীর্ঘ বক্তব্যে অারও বলেন, বাঙালী জাতির স্বপ্নদ্রষ্টা জাতির জনক শেখ মুজিবুর রহমান এর কন্যা শেখ হাসিনা নারী’র বিষয়ে অত্যন্ত যত্মশীল। নারী’র উপর কোন রকমের লাঞ্ছনা তিনি কখনোই সহ্য করতে পারেন না। তাই অামি অাপনাদের অাশ্বস্ত করতে চাই, এই হত্যাকান্ডের দ্রুত বিচার সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী সার্বক্ষনিক এ বিষয়ে খোজখবর রাখছেন।

তিনি এসময় উপস্থিত নারীদের যে কোন ব্যাক্তিগত ও সামাজিক প্রয়োজনে তাকে ব্যবহারের অাহবান করেন।

মৃণাল মুন্সিগঞ্জের সাংস্কৃতিক নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে এখন থেকে পরবর্তী সকল সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে অায়োজনের ক্ষেত্রে শিল্পকলা ভাড়া বাবদ যে ব্যায় হবে তা বহন করার ঘোষনা দেন। তিনি এসময় মুন্সিগঞ্জ থানার পাশে বিলুপ্ত গণসদনের স্থানে ১০০অাসন বিশিষ্ট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মানে তার উদ্যোগের কথা তুলে ধরেন। এবং জেলা শিল্পকলাটি সংস্কারে দ্রুত অর্থ বরাদ্দের ব্যাবস্থার অাশ্বাস দেন।

অনুষ্ঠানে অারও বক্তব্য রাখেন সরকারী হরেগঙ্গা কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক, মুন্সিগঞ্জ চারুকলা সংস্থা’র সভাপতি ও সাংবাদিক অারিফুল ইসলাম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক অাহবায়ক মঞ্জুর মোর্শেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন, মকবুল হোসেন, অাব্দুল মান্নান দর্পণ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের অাহবায়ক অাল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. গোলাম মাওলা তপন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা কমিটির সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, সাংস্কৃতিক সংগঠক মনিরুজ্জামান শরীফ প্রমুখ ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন মুন্সিগঞ্জ চারুকলা সংস্থার প্রতিষ্ঠাতা শ্রী বীনা রানি।

error: দুঃখিত!