২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:১৪
তনু’র লাশ উত্তোলন করা হবে
খবরটি শেয়ার করুন:

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনু  হত্যাকাণ্ডের ৮ দিন পর  লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার বিকেলে অতিরিক্তি চীফ  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জয়নব লাশ উত্তোলনের জন্য নির্দেশ দেন।

মামলাটি ডিবিতে হস্তান্তরিত হলে সুষ্ঠ তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুর আলম বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর নিকট লাশ উত্তোলনের আবেদন করলে আদালত এ রায় প্রদান করে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুর আলম জানান, মামলার সুষ্ঠ তদন্ত, ডিএনএ টেস্ট, সুরতহাল রিপোর্ট তৈরী, পূর্ন ময়নাতদন্ত করতে বিজ্ঞ আদলতের নিকট আবেদন করি।
উল্লেখ্য যে, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের অলিপুর কালো ট্যাংকি নামক স্থানে তনু’র লাশ পাওয়া যায়।

error: দুঃখিত!