কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর মা, ভাই ও চাচাতো বোনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাত ১২টার দিকে মুরাদনগর মির্জাপুরের বাসা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় বলে জানান তনুর চাচা আলাল হোসেন। শনিবার সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ এর অধিনায়ক খোরশেদ আলম বলেন, তনু হত্যাকাণ্ড সম্পর্কে কিছু তথ্য জানতে গতকাল রাত ১১টার দিকে তনুর মা ও আত্মীয়-স্বজনকে নিয়ে আসা হয়েছিল। পরে তাদের ক্যান্টনমেন্ট বোর্ডের বাসায় রেখে আসা হয়েছে।
এর আগে ওইদিন বিকেলের দিকে তনুর বাবা ইয়ার হোসেন ও তার বড় ভাইকে ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তারা এসে নিয়ে যান।
প্রসঙ্গত, ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের (সম্মান) ২য় বর্ষের মেধাবী ছাত্রী ও ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য সোহাগী জাহান তনু গত ২০ মার্চ সন্ধ্যায় প্রাইভেট পড়ানোর জন্য বের হয়। পরে নির্দিষ্ট সময়ের বেশি পার হয়ে গেলেও তনু বাসায় ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। রাতে ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালভার্টের পাশে ঝোঁপের মধ্যে তার লাশ পাওয়া যায়।
এদিকে এই জঘন্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা ও কুমিল্লাসহ সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠন তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করছে। যদিও শনিবার সকালে পৃথক অনুষ্ঠানে তনু হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।