ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে যানচলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক ও সচল হয়নি। এতে করে বিভিন্ন পরিবহনের চালকের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে।
সড়ক অচল হয়ে যাওয়ায় ফতুল্লার আশেপাশের সকল সড়কে এর বিরুপ প্রভাব পড়েছে।
প্রতিটি সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় স্কুল কলেজসহ কর্মজীবি মানুষের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তারা তাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য বাসা হতে বের হয়ে রাস্তায় এসেই সমস্যায় পড়ছে।
তারা তাদের গন্তব্য স্থানে যেতে রিকশাসহ কোন যানবাহন না পাওয়ায় নারী পুরুষ পায়ে হেঁটে যেতে বাধ্য হচ্ছে।
আর রাস্তা অচল হয়ে যাওয়ায় মানুষ ঢাকামুখী, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরমুখী হতে পারছে না।
জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ি এলাকাস্থ নির্মানাধীন একটি ব্রীজের পাশে রাস্তা ধ্বসে পড়াসহ ব্রীজের নির্মাণ করায় শনিবার রাত ২টা হতে যানচলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে আছে।