২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৩৩
ঢাকায় ভোট চাইতে গিয়ে ভোটারকে ধর্ষণ, প্রার্থীর বড় ভাই আটক
খবরটি শেয়ার করুন:

ভোট চাইতে গিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণ করেছে ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর ভাই বড় ভাই মানছুর রহমান। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে। গ্রেপ্তার মানছুর রহমান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের বড় ভাই।

ধামরাই থানার ওসি জানান, সোমবার সন্ধ্যা থেকে আইনঙ্গন এলাকায় গিয়ে মানছুর তার লোকজন নিয়ে ভাইয়ের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান। এক পর্যায়ে সঙ্গীদের বিদায় করে ওই নারীর ঘরে গিয়ে মানছুর তাকে ধর্ষণ করেন। পরে ওই নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা মানছুরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় রাতেই ধামরাই থানায় মামলা হয়েছে।

ধর্ষিতা জানান, তাকে ঘরের মধ্যে একা পেয়ে জোর করে ধর্ষণ করেছে মানছুর রহমান। ওই কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমান এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয় পাচ্ছে ধর্ষিতার পরিবার।

মঙ্গলবার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

error: দুঃখিত!