২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৬:২৩
ডিসেম্বরে পাকিস্তান-ভারত সিরিজ হবে শ্রীলঙ্কায়
খবরটি শেয়ার করুন:

ডিসেম্বরে ভারত-পাকিস্তান সিরিজের আয়োজক হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নেয়া হচ্ছে। পাকিস্তান নিরপেক্ষ ভেন্যু হিসেবে আগে বাংলাদেশের নাম প্রস্তাব করেছিল। তবে পাকিস্তান ও ভারতের সম্মতিতে তা এখন শ্রীলঙ্কায় হচ্ছে–ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো এমনটাই জানিয়েছে।

সিরিজে তিনটি ওডিআই ও দুইটি টি টোয়েন্টি খেলবে দুই দল। রোববার দুবাইয়ে আলোচনায় বসেন বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর আর পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। সেখানেই সিরিজ আয়োজনের জন্য শ্রীলঙ্কার নাম উঠে আসে। এর আগে ভারত-পাকিস্তান সিরিজের নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনায় রাখা হয় আরব আমিরাত, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। তবে বাণিজ্যিক দিক থেকে আলোচিত এই সিরিজের আয়োজক হিসেবে বাংলাদেশ আর আরব আমিরাতকে এগিয়ে রাখা হচ্ছিল।

error: দুঃখিত!