১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:৩৬
ডায়ামন্ডের চেয়ে অনেক বেশি ফসল দানকারী বীজ উদ্ভাবন করেছে ” কন্দাল ফসল গবেষনা উপকেন্দ্র মুন্সীগঞ্জ”
খবরটি শেয়ার করুন:

উচ্চ ফলনশীল বীজ হিসেবে বারি ৭ জাতের ডায়ামন্ড বীজ মুন্সীগঞ্জে অধিক সমাদৃত ৷ কিন্তু গত কয়েক বছরে কৃষকরা এ জাতের বীজ রোপণ করে আলুতে দাউদ রোগ সহ আরো কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে ৷ এতে করে তারা লোকসানের আশংকা করছে ৷ এ সমস্যা থেকে উত্তরণে কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্র – মুন্সীগঞ্জ ক্রসফেসিং প্রক্রিয়ায় বারি-9.112 এবং বারি-9.125 নামের দুটি নতুন দেশীয় জাতের বীজ উদ্ভাবন করেছে৷ যা ডায়ামন্ডের চেয়ে অনেক বেশি ফসলদায়ী৷

এ প্রসঙ্গে কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্র মুন্সিগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন – ” বারি- 9.112 এবং 9.152 রোপণ করে কৃষকরা ডায়ামন্ডের চেয়ে হেক্টর প্রতি প্রায় ১০ থেকে ১২ টন অধিক আলু উৎপাদণ করতে পারবে যার বর্তমান বাজার মূল্য দুই লাখ টাকার উপরে৷ তিনি আরো জানান – সাধারনতঃ বারি ৭ জাতের ডায়ামন্ড বীজ হেক্টরপ্রতি সর্বচ্চ ৩৮.৭৩ টন আলু উৎপাদণ করতে পারে৷ অপরপক্ষে নতুন জাতের বারি-9.112 এবং 9.152 যথাক্রমে ৪৯ এবং ৫১ টন আলু উৎপাদনে সক্ষম ৷ যা কৃষককে দেবে রোগমুক্ত অধিক ফসলের নিশচয়তা৷