১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৬:২৩
টিকিট ছাড়াই ‘অল্প অল্প প্রেমের গল্প’
খবরটি শেয়ার করুন:

নিলয়-শখের প্রথম ছবি ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমা হলে এসেছিলো গত বছরের ২৯ আগস্ট। ভালো ব্যবসার পাশাপাশি প্রশংসিতও হয়েছে। তখন যারা ছবিটি দেখতে হল পর্যন্ত যাওয়ার সময় করে উঠতে পারেননি, তারা ঈদের অবসরে দেখে নিতে পারেন। ঘরে শুয়ে-বসে এবং বিনা টিকিটে।

‘অল্প অল্প প্রেমের গল্প’ প্রথমবারের মতো টিভিতে প্রচার হতে যাচ্ছে। ঈদের পরদিন ছবিটির টিভি প্রিমিয়ার করবে জিটিভি। যারা ভাবছেন, টিভিতে সিনেমা দেখা মানে বিজ্ঞাপনের ঝঞ্ঝাট! তাদের জন্য আনন্দের খবর হচ্ছে, পুরো ছবিটির মধ্যে মাত্র একবারই বিজ্ঞাপন প্রচার হবে। ‘ওয়ান ব্রেক মুভি’ হিসেবেই ছবিটি টিভি পর্দায় নিয়ে আসছে মোবাইল প্রতিষ্ঠান এয়ারটেল।

‘অল্প অল্প প্রেমের গল্প’ পরিচালনা করেছেন সানিয়াত। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, হৃদি প্রমুখ। জিটিভিতে ঈদের পরদিন সকাল সাড়ে ১০টায় প্রচার হবে ছবিটি।