১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:২৯
টানা দ্বিতীয়বার মুন্সিগঞ্জ-৩ এ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মৃণাল কান্তি দাস
খবরটি শেয়ার করুন:

টানা দ্বিতীয়বারের মত মুন্সিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মৃণাল কান্তি দাস।

আজ দুপুরে রাজধানীর গুলিস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্র্রীয় কার্যালয় থেকে দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি গ্রহন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যাক্তিগত সহকারি ও সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মৃণাল ২০১৪ সালের নির্বাচনে কোনরকম প্রতিদ্বন্দিতা ছাড়াই সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের বিরোধীতার মুখে পড়তে হয় তাকে। তবে সবকিছু উপেক্ষা করে সাধারণ মানুষের মন জয় করতে পেরেছেন মৃণাল কান্তি দাস এমনটাই মনে করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আল মাহমুদ বাবু।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল বলেন, মুন্সিগঞ্জ-৩ আসনে এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় এমপি মৃণাল কান্তি দাস। দলের বাইরেও অনেক ভোটাররা তাকে ব্যাক্তিগতভাবে পছন্দ করেন। ভোটের রাজনীতিতে এটা একটা বড় ফ্যাক্ট।

মনোনয়নের পর প্রতিক্রিয়ায় ‘আমার বিক্রমপুর’ কে মৃণাল কান্তি দাস বলেন, ‘দলীয় মনোনয়ন দলের পক্ষ থেকে আমার কাছে আমানত. দল আমার উপর আস্থা রেখে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছে। আমার এখন একটাই লক্ষ্য সকল মতের মানুষকে নিয়ে দলকে এই আসনটি আবারও উপহার দেয়া’

error: দুঃখিত!