নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জ ২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলিকে টঙ্গীবাড়ী উপজেলাবাসী গণ সংবর্ধনা দিয়েছে। টঙ্গীবাড়ী উপজেলায় বালিগাঁও নামে একটি নতুন ইউনিয়ন করায় সাগুফতাকে এই গণ সংবর্ধনা দেয়া হয়।
আগে আড়িয়ল-বালিগাঁও যৌথ নামে একটি ইউনিয়ন ছিল। এর ফলে এই ইউনিয়নের পরিধি বেড়ে যায়। এলাকাবাসীর দাবী ছিল যাতে এই দুটি নামকে ভেঙ্গে আলাদা আলাদা ভাবে যেন ইউনিয়নের নাম করা হয়। সাংসদ সাগুফতা গণ মানুষের দাবিকে সম্মান করে এই প্রত্যাশা পূরণ করেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় আড়িয়ল হাই স্কুল মাঠ চত্বরে নব গঠিত আড়িয়ল ইউনিয়ন বাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা দেয়া হয়।
আড়িয়ল ইউনিয়ন আ’লীগের সভাপতি মো.দ্বীন ইসলামের সভাপত্বিতে বক্তব্য রাখেন স্থানীয় এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি। উপজেলা আ.লীগ সভাপতি জগলুল হাওলাদার (ভুতু)। টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ। টঙ্গীবাড়ী উপজেলা আ’লীগ সহ-সভাপতি বাচ্চু মাঝি। টঙ্গীবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল। টঙ্গীবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন। বন ও পরিবেশ সম্পাদক মতিউর রহমান বেপারী। আউটশাহী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দর বেপারী। ধীপুর ইউপি আ.লীগ সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা। আ.লীগ নেতা হাবিবুর রহমান দেওয়ান। কালাম বেপারী। আনিছ বেপারী।