২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:৩০
টঙ্গীবাড়ীতে আওয়ামীলীগের ১১ ইউনিয়নে প্রার্থী নির্বাচন আজ
খবরটি শেয়ার করুন:

টঙ্গীবাড়ী উপজেলার ১১ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়নপত্র কিনেছে ৩২জন। বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ এর নিজ কার্যালয়ে উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নে এই মনোনয়নপত্র বিক্রি করা হয়। চর্তুথ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে।

মনোনয়ন বিক্রির বিষয়টি স্বীকার করে জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ বলেন, ১৩ টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়নের নির্বাচন আপাদত বন্ধ থাকায় ১১ টি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে ৩২ টি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার সিটি কলেজে প্রার্থী নির্ধারনের নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত থাকবেন। তবে মনোনয়ন বিক্রি কালে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

টঙ্গীবাড়ী সোনারং ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন ক্রেতা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু বাঝি বলেন, প্রথম বারের মত দলীয় প্রার্থীর পাশাপাশি দলীয় প্রতীকে নির্বাচনের কারনে আমারা খুব আনন্দিত ও দল থেকে মনোনীত হলে জয়ী হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত । নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নের নিজেকে নিয়োজিত রাখবো ।

একই ইউনিয়নের মনোনয়ন ক্রেতা বেলায়েত হোসেন লিটন বাঝি বলেন, দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দিবে । তবে দলীয় ব্যানারে নির্বাচনের কারনে আমাদের সকল নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীনপনা বিরাজ করছে। আমরা খুব খুশি । দল থেকে মনোনয়ন পেলে নির্বাচিত হওয়ার ব্যাপারে আমি নিশ্চিত। কারন দেশের মানুষ উন্নয়নের বিশ্বাসী তাই নৌকা প্রতীক দিয়ে দেশের উন্নয়ন করা সম্বব।

তবে উপজেলা সবকটি ইউনিয়নের মানুষ চায় উন্নয়ন তাই যোগ্য লোককে প্রার্থী ঘোষনা করবে আওয়ামীলীগ এমন প্রত্যাশা সকলের।

error: দুঃখিত!