নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সুবচনী বাজারে গতকাল মঙ্গলবার রাতে অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে গেছে। এতে দোকানের আসবাব ও মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানমালিকরা জানান।
স্থানীয় সুত্রে জানাযায, গতকাল মঙ্গলবার রাত দেড় টার দিকে বাজারের ইব্রাহিম মুন্সীর দোকান হতে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত পাশের রতন বেপারীর ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় রতন বেপারীর দোকান এবং গোডাউন ঘরসহ ৩টি দোকান পুড়ে যায়। এলাকাবাসী ২ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
টঙ্গীবাড়ী থানা এস আই মনির হোসেন জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ৩টি দোকানের ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।