উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে টঙ্গীবাড়ীতে বিজয় দিবস প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় বিজয় দিবস উদযাপন কমিটি ও বিভিন্ন অনুষ্ঠানের উপ-কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ইঞ্জিনিয়ার মো. আরজুরুল হক, সমাজ সেবা অফিসার মিয়া ফিরোজ আহমদ খান, প্রাথমিক শিক্ষা অফিসার হিটলারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝী, মুক্তিযোদ্ধা মোফাজ্জল কমান্ডার, বেতকা ইউপি চেয়ারম্যান শওকত আলী খান মুক্তার ও উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য স্বপন মাঝী প্রমুখ।