৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:০৪
টঙ্গীবাড়ীতে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার চাঠাতি পাড়া গ্রামে পানিতে ডুবে দক্ষিণ কোরিয়া প্রবাসীর ২ ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১১টায় প্রবাসী মিলন বেপারীর দুই ছেলে লিমন (৫) ও ইমন (৩) বাড়ির উঠানের পাশের পাকা ঘাটলায় খেলা করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায়।

পরে তাদের খুঁজে না পেয়ে ঘাটলার পাশে খোঁজ করলে মৃত দেহ পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে বাড়ির লোকজন। উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

২টি সন্তানের মধ্যে দুই জনের একসাথে মৃত্যুতে ওই পরিবারসহ আশেপাশের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে হাজারও নারী ও পুরুষ ভীড় জমাচ্ছে। প্রবাসী মিলন কুরিয়া হতে ফেরার পর মঙ্গলবার বিকালে নিহতের লাশ দাফন করার কথা রয়েছে।

error: দুঃখিত!