৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:৫৯
টঙ্গীবাড়ীতে অপহরণ চেষ্টাকালে স্কুল ছাত্রী আহত
খবরটি শেয়ার করুন:

টঙ্গীবাড়ীতে ভাড়া বাড়ি থেকে অপহরনের সময় অপহরনকারীর আঘাতে আহত হয়েছে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার নেত্রাবতী গ্রামের মতি শেখের বাড়ির দ্বিতীয় তলার ফ্লাটে একই গ্রামের পরবাসী আমিনুলের স্ত্রী আনোয়ারা বেগম তার মেয়ে আদিবা (১৩)কে নিয়ে ভাড়ায় থাকেন। মঙ্গলবার বিকাল ৪ টায় আনোয়ারা মেয়েকে বাসায় রেখে পাশের বাড়িতে যায়। এ সুযোগে পাশের বাড়ির বাচ্চু শেখের ছেলে শাকিব (২৪) কয়েক জন বখাটে নিয়ে বাসায় প্রবেশ করে আদিবাকে নিয়ে যেতে টানা হেচরা করে।

আদিবার চিৎকার শুনে আশপাশের লোকজন চলে আসলে শাকিব পালিয়ে যায়। টানা হেচরায় সময় সিড়িতে পড়ে আদিবা আহত হয়। আনোয়ারা বেগম মেয়েকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেন। তিনি জানান মেয়েকে দীর্ঘ দিন ধরে বখাটে শাকিব উত্ত্যক্ত করে আসছে। রাসত্মায় সিএনজি রেখে মেয়েকে অপহরনের জন্য সে বাসায় প্রবেশ করে। তার মেয়ে টঙ্গীবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

error: দুঃখিত!