মুন্সিগঞ্জ, ১২ মে ২০২০, লিটন মাহমুদ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার দীঘিরপাড় ইউনিয়ন ও কামাড়খাড়া ইউনিয়নের গ্রামে ৭০০কর্মহীন পরিবারকে ত্রান সহায়তা ও ৫০০ পরিবার কে নগদ অর্থ দিয়েছে শামীম মোল্লা।
প্রানঘাতি করোনা ভাইরাসের কারনে কর্মহীন হওয়া পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিতে ঢাকা থেকে ছুটে আসেন শামীম মোল্লা।
তার নিজস্ব উদ্যোগ ও নিজ অর্থায়নে দীঘিড় পাড় ইউনয়ন ও কামাড় খাড়ায় ইউনিয়নে এই ত্রান সহায়তা প্রদান করেন।
ত্রান সহায়তার মধ্যে ছিলো নগদ অর্থ ও চাল, ডাল, পেঁয়াজ, লবন, চিনি এবং সেমাই। গত শনিবার সকালে দেয়া হয় কর্মহীনদের মাঝে এই ত্রান সহায়তা।
গ্রামের কর্মহীন মানুষগুলো ত্রান সহায়তা পেয়ে অনেক আনন্দিত এবং উপকৃত হয়েছে বলে জানিয়েছেন কর্মহীন মানুষগুলো।
এ সময় উপস্হিত ছিলেন দিঘীড়পাড় ইউনিয়ন পরিষদের সদস্য ভোলা হালদার, মোহন বেপারী, খোকন বেপারী, কামারখাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল মোল্লা, দিঘীড়পাড় বাজার কমির্টির সাধারণ সম্পাদক রফিজল মোল্লা, সমাজ সেবক বাবুল মোল্লা, আলমগীর মোল্লা, স্বর্ণগ্রাম আর এন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোক্তার শেখ, মাজহারুল মোল্লা, ছোট শামীম মোল্লা, সুমন মোল্লা, মতি শেখ , বিল্লাল মুন্সি, আরিফ, বাবুল খান প্রমুখ।