মুন্সিগঞ্জ, ২ নভেম্বর, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ফুটবল প্রতীকের নজরুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী তালা প্রতীকের আশরাফুলকে পরাজিত করে বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে উপজেলার ধামারণ এলাকায় কে. শিমুলিয়া ইউনিয়ণ পরিষদ ভোটকেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ডটিতে ১১৬৮জন ভোটার থাকলেও ভোট দিয়েছেন ৭৮০জন ভোটার।
এর মধ্যে ফুটবল প্রতীকের নজরুল ইসলাম পেয়েছেন ৩৭৬ ভোট ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী তালা প্রতীকের আশরাফুল পেয়েছেন ২৯৬ ভোট। এছাড়া মোরগ প্রতীক নিয়ে মো. আবু সিদ্দিক খান পেয়েছেন ১০৮ ভোট।
ফুটবল প্রতীকের নজরুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী তালা প্রতীকের আশরাফুলের চেয়ে ৮০ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।