২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:২২
জ্বরে অাক্রান্ত হয়ে মুন্সিগঞ্জ-৩ অাসনের এমপি হাসপাতালে
খবরটি শেয়ার করুন:

জ্বরে অাক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন অাওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী মৃণাল কান্তি দাস এমপি।

গতরাত অানুমানিক ১০টার সময় তিনি তার ধানমন্ডিস্থ বাসায় অতিরিক্ত শারীরিক অসুস্থতা অনুভব করলে তার স্বজনরা ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালে নিয়ে যান।

সেখানেই তাকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ অবস্থা জানিয়ে মৃণাল কান্তি দাসের ভাতিজা, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য অাপন দাস ‘অামার বিক্রমপুর’ কে বলেন, ‘অামরা চিকিৎসকের সাথে কথা বলেছি। তারা বলেছেন জ্বর থেকে এবং একটানা অনেক পরিশ্রমের কারনে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি গত ৩দিন যাবৎ জ্বরে অাক্রান্ত ছিলেন। গতকাল হঠাৎ করে জ্বরের তীব্রতা বেড়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, এটা তেমন গুরুতর অসুস্থতা নয়। তিনি দ্রুত সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে অাসবেন।’

এদিকে মুন্সিগঞ্জ-৩ অাসনের এই সংসদ সদস্যের দ্রুতারোগ্য কামনা করছেন জেলা অাওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ সহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

error: দুঃখিত!