নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি মুন্সীগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের নূতন কমিটি গঠন করা হয়েছে। মো: নাসির উদ্দিনকে সভাপতি এবং মো: গুলজার হোসেনকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, মো: আমিনুল ইসলাম(১), সহ সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম মিয়া, সেলিম আহমেদ, মো: আমিনুল ইসলাম (২) (সাংগঠনিক) মো: রাসেলুর রহমান (সহ-সাংগঠনিক) ইমাম হোসন তালুকদার (প্রচার ও প্রকাশনা) মানিক মিয়া (সহ-প্রচার ও প্রকাশনা) আ: হান্নান (ক্রীড়া ও সাংস্কৃতিক) মো:আশেকুর রহমান (কোষাধ্যক্ষ্য) মো:ইউনুছ হোসেন টুটুল (দফতর) প্রিয়াংকা সাহা মহিলা বিষয়ক সম্পাদক পদে মনোনিত করা হয়েছে।
এছাড়া নির্বাহী সম্পাদক হিসেবে কুতুব উদ্দিন আহমেদ, উত্তম কুমার সাহা, আ: কাদের শাহ আলম, রফিকুল ইসলাম দেওয়ান বোরহান উদ্দিন, এবং বিল্লাল হোসেন এর নাম ঘোষনা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দানের শেষদিন ২৬ আগষ্ট নাসির-গুলজার পরিষদ ছাড়া অন্য কোন ব্যাক্তি বা প্যাানেল হতে মনোনয়নপত্র দাখিল না হওয়ায় নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম শনিবার ২১ টি পদের সব কয়টিতে নাসির-গুলজার পরিষদের সদস্যদের বিনা-প্রত্দ্বিন্দিতায় নির্বাচিত ঘোষনা করেন।