রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার চোখ-ধাঁধানো সোনালি ফসলের সম্ভার দেখে ‘পৃথিবী’ কবিতায় বলেছিলেন, ‘অন্নপূর্ণা তুমি সুন্দরী!’
রূপসী বাংলাদেশের এই সৌন্দর্য দেখা যায় নবান্নের মাস কার্তিক ও অগ্রহায়ণে।
শিশিরভেজা এই দুই মাসে বাংলার প্রকৃতিকে স্বর্ণালি অলংকার পরিয়ে নববধূরূপে সাজিয়ে আগমন ঘটে হেমন্ত ঋতুর। এ সময়েই শুরু হয় নবান্ন উৎসব।
পয়লা অগ্রহায়ণে এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে নানা কর্মসূচি নিয়েছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে র্যালি হয় মুন্সিগঞ্জ শহরে।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শায়লা ফারজানার নেতৃত্বে র্যালিটি জেলার টেনিস কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে নবান্ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
বক্তব্যে শায়লা ফারজানা বলেন, ‘নবান্ন হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। বাংলার সংস্কৃতিকে যদি আমরা ধারণ ও লালন করি, তাহলে আমাদের বৈষম্য আর ভেদাভেদ থাকবে না।’
ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মেজর তাওহীদুজ্জামান প্রমুখ।