১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৫:২৪
জেলার ৪১ হাট ইজারাদারের সাথে পুলিশের নিরাপত্তা সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আসছে ঈদ-উল আযহা- ২০২৫ উপলক্ষে জেলার ৪১টি হাট ইজারাদারদের নিয়ে পশুর হাটের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা করেছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ।

গতকাল বুধবার সকাল সাড়ে দশটায় জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলার ৭টি থানা এলাকায় অবস্থিত পশুরহাটের ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিগণের সাথে হাটের নিরাপত্তা সংক্রান্ত পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। সভায় জেলার ৭টি থানার পশুর হাটের ইজারাদারগণ উপস্থিত থেকে তারা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও পর্যবেক্ষণ তুলে ধরে মতামত ব্যক্ত করেন।

পরবর্তীতে পুলিশ সুপার পশুর হাটের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও হয়রানি রোধ, জালটাকা সনাক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলার ৭টি থানা এলাকায় এ বছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সর্বমোট ৪১টি পশুর হাট বসবে।মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।