জিয়ার শাহাদাতবার্ষিকী: মুন্সিগঞ্জে ‘জিয়া স্মৃতি পাঠাগারে’র বইমেলা
মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বইমেলা আয়োজন করেছে ‘জিয়া স্মৃতি পাঠাগার’।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে শুরু হয় এই কর্মসূচি। যা চলবে আজ দিনব্যাপী।
বইমেলার উদ্বোধন করেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। সভাপতিত্ব করেন, জিয়া স্মৃতি পাঠাগার মুন্সিগঞ্জের সভাপতি মো. ফরহাদ হোসেন।
আয়োজকরা জানান, বইমেলায় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের উপর লেখা বিভিন্ন বই রয়েছে। তারা বলেন, আগামী প্রজন্মের কাছে তারেক রহমানের দেশভাবনা ও পরিকল্পনা তুলে ধরতেই জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ সারাদেশে বইমেলা কর্মসূচি পালন করছে।
এছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ইরাদত মানু, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।


